ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

খুলনায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (৩০ জুন) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হোগলাডাঙ্গা মোড়ে একটি ইজিবাইক খুলনাগামী যাত্রী তুলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী শিশু শেখ রায়হান ও জুয়েল ইসলাম মারা যান।

দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের একটি দোকান ভেঙে খাদে পড়ে যায়। ঘটনার পরপরই ট্রাক চালক কৌশলে পালিয়ে যায়।

এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, ফলে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স