চট্টগ্রামে হঠাৎ করেই দেখা দিয়েছে মাস্ক ও স্যানিটাইজারের সংকট। বিশেষ করে হাসপাতালগুলোর আশপাশের ফার্মেসি থেকে এসব সুরক্ষা সামগ্রী প্রায় উধাও হয়ে গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা বাড়ার পরই এ সংকট শুরু হয়। বিষয়টি যাচাই করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কয়েকটি ফার্মেসিতে সরেজমিন যায় যমুনা নিউজ। ক্রেতা সেজে ঘুরে দেখা যায়, ভালো মানের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ফার্মেসিগুলোতে নেই। যা নিম্নমানের মাস্ক পাওয়া যাচ্ছে, সেটির দামও কয়েকগুণ বেশি।
একই অবস্থা আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতেও। সেখানে হ্যান্ড স্যানিটাইজার তো দূরের কথা, সাধারণ জীবাণুনাশক হেক্সিসলও পাওয়া যাচ্ছে না।
বিক্রেতাদের দাবি, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরবরাহ কমিয়ে দিয়েছে। অতিরিক্ত দাম দিয়েও প্রয়োজনীয় সরঞ্জাম পাচ্ছেন না তারা। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি ও সিন্ডিকেটের মাধ্যমে সংকট তৈরি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ অবস্থায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সরেজমিন মেডিকেল এলাকা পরিদর্শনে গিয়ে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেছেন।
সংক্রমণ মাত্র কিছুটা বাড়তেই এ ধরনের কৃত্রিম সংকট দেখে হতবাক সাধারণ মানুষ। তারা দ্রুত এই সংকট সমাধানে প্রশাসনের কঠোর ভূমিকা চান।