ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, দোকান মালিকদের বাধা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

মিরপুর-১১ নম্বর এলাকার ভাসানী মোড় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সোমবার (৩০ জুন) দুপুরে পরিচালিত অভিযানে ৮ থেকে ১০টি অবৈধ দোকান ধ্বংস করা হয়।

এসময় স্থানীয় দোকান মালিক ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে নোটিশ ছাড়া উচ্ছেদের প্রতিবাদ জানান এবং বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

পরবর্তীতে, স্থানীয় ব্যবসায়ীদের দাবি ও সিটি করপোরেশনের বরাদ্দের কাগজপত্র পেশ করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান স্থগিত করেন। তিনি জানান, বরাদ্দের কাগজপত্র পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এই এলাকায় প্রায় ৫০টির বেশি দোকান অবৈধভাবে সড়কের জায়গায় নির্মিত হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স