ঢাকা | বঙ্গাব্দ

‘সবকিছু ভুলে দেশের জন্য কাজ করতে হবে রাজস্ব কর্মকর্তাদের’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান দেশের উন্নয়নের স্বার্থে রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার (৩০ জুন) আন্দোলন স্থগিতের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের হিসাবও তুলে ধরেন তিনি। জানানো হয়, অর্থবছরের শেষ দিন আজ সকাল ১০টা পর্যন্ত মোট ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এ হিসাবে চলতি অর্থবছরে এনবিআরের প্রায় ১ লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতির সম্মুখীন হতে হবে।

তবে তিনি আশ্বস্ত করেন যে, আগামী কয়েক সপ্তাহে রাজস্ব আহরণ আরও বাড়বে এবং চূড়ান্ত পরিসংখ্যান জানা যাবে কিছুদিন পর।

এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরের রাজস্ব আদায় গত বছরের তুলনায় বেশি হলেও আন্দোলনের কারণে আদায়ে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সব বিভ্রান্তি ভুলে দেশের কল্যাণে রাজস্ব কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড মোট ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স