ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা, আহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটুসহ অন্তত ১০ জন গণমাধ্যমকর্মী আহত হন। এর মধ্যে দু’জনের মাথা ফেটে গুরুতর আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অভিযোগ করে বলেন, ক্লাব দখলদার চক্রের নেতৃত্বেই এ হামলা হয়েছে। হামলার সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা কোনো ভূমিকা রাখেনি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১ জুলাই) সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে মামলার প্রস্তুতি চলছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছে। বর্তমানে প্রেসক্লাব এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজনা এড়াতে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্টের পর সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। প্রথমে আবু সাঈদ ও আব্দুল বারীকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরে আরেকটি পক্ষ আবুল কাশেমকে সভাপতি ও আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে। এ বিরোধের জেরেই সোমবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স