ঢাকা | বঙ্গাব্দ

অজুরত বৃদ্ধ বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কেনার টাকা না দেওয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মামুনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৩০ জুন) সকালে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১১ জুন রাতে মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চান মামুন। কিন্তু বাবা হয়রত আলী গাজী (৭৫) অপারগতা প্রকাশ করলে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে রাতে এশার নামাজের সময় বাড়ির আঙিনায় টিউবওয়েলে অজু করতে গেলে পেছন থেকে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন মামুন। আশপাশের লোকজন ছুটে এলে মামুন পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হয়রত আলীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ছেলে নুর হোসেন গাজী রায়পুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই মামুন পলাতক ছিল। রোববার (২৯ জুন) রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে র‌্যাব-১১ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মামুন পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। মাদকের টাকা নিয়েই প্রায়ই পরিবারের সঙ্গে তার বিরোধ ও মারধরের ঘটনা ঘটতো। কয়েকদিন আগেও জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। জামিনে বেরিয়ে ফের পারিবারিক অশান্তি শুরু করেন। এর জের ধরেই তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তারকৃত মামুন হত্যার দায় স্বীকার করেছেন। তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স