ঢাকা | বঙ্গাব্দ

শ্যালকের চাকুর আঘাতে দুলাভাইয়ের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট এলাকার পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে শ্যালকের হাতে নিহত হয়েছেন সহিফুল ইসলাম (৫৫)। সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক জুয়েল রানাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত সহিফুল ইসলামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসোন গ্রামে। আর আটক জুয়েল তার স্ত্রীর আপন ছোট ভাই, যার বাড়ি একই গ্রামের পাঁচপাইকা পশ্চিমপাড়ায়।

পুলিশ জানায়, সকালে জুয়েলের বাবা আবুল কাশেম পারিবারিক বিষয় নিয়ে তার তিন জামাই ও ছেলেকে নিয়ে বৈঠকে বসেন। সেখানে মাদকাসক্ত জুয়েলকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল প্রথমে সবাইকে গালিগালাজ করে এবং পরে ঘর থেকে ধারালো চাকু এনে সবার সামনে সহিফুল ইসলামের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সহিফুল মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা পালানোর সময় জুয়েলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স