ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আরও গভীরভাবে সহযোগিতা করতে প্রস্তুত।

সোমবার (৩০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, সম্প্রতি চীন সফরের সময় বিএনপির পক্ষ থেকে ‘এক চীন নীতি’র প্রতি দলের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, তিস্তা নদী প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে। বিএনপি সরকারে এলে এই প্রকল্প নিয়ে ইতিবাচকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে চীন আন্তরিকভাবে কাজ করবে বলেও আশ্বাস দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স