ঢাকা | বঙ্গাব্দ

বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, একজনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

মৌলভীবাজারে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বাজার এলাকার একটি মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে 'অপূর্ব মৎস্য আড়তে' বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মো. টিটু মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে তিনি নিজের দোষ স্বীকার করলে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ নম্বর ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন আরও জানায়, জব্দ করা ২৫৮ কেজি নিষিদ্ধ মাছের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স