জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আন্দোলন যা হওয়ার হয়েছে, এখন ভয় বা পক্ষপাত বাদ দিয়ে সবাইকে সঠিকভাবে কাজ করতে হবে।
সোমবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পোর্ট বন্ধ করে এনবিআরের কর্মকর্তাদের আন্দোলন দেশের জন্য ক্ষতিকর হয়েছে। দেশের স্বার্থে সবাইকে নিয়ম-শৃঙ্খলা মেনে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। কেউ নিয়ম মেনে কাজ করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
ঘুষ নিয়ে কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, এটা সরকারের হস্তক্ষেপ নয়, দুদক নিজ উদ্যোগে এ অনুসন্ধান শুরু করেছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, অনেকে টক শোতে বলে থাকেন কিছুই হচ্ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে চোখ থাকলে অনেক কাজ দেখার সুযোগ আছে। শুধু বড় বড় বিল্ডিংই উন্নয়নের মানদণ্ড নয়। অনলাইনে অনেক সেবা চালু হয়েছে। বিশ্বব্যাংক বা আইএমএফ সহায়তা দিচ্ছে বলে তাদের কথামতো সব হচ্ছে না, বরং দেশের প্রয়োজনেই অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এনবিআর সংস্কারের দাবিতে গত ১২ মে থেকে আন্দোলনে নামেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজস্ব আহরণ কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত রোববার (২৯ জুন) রাতে পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।