ঢাকা | বঙ্গাব্দ

গণসংহতি আন্দোলনের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দুইজন দুর্বৃত্ত এসে ককটেল নিক্ষেপ করে। বাইকের পেছনে থাকা ব্যক্তি চলন্ত অবস্থায় দুটি ককটেল ছুড়ে মারে। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি।

এ ঘটনার নিন্দা জানিয়ে গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, আগামীকাল থেকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে। এর ঠিক আগ মুহূর্তে এই ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়। তারা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বলে দাবি করেন।

নেতারা আরও বলেন, অতীতে যারা দেশকে ভয়ের রাজত্বে পরিণত করেছিল, তারাই আজ আবার একই ধরনের অপচেষ্টা চালাচ্ছে। জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করতেই এই ধরনের হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তারা। একই সঙ্গে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান গণসংহতি আন্দোলনের নেতারা।

এর আগে, গত ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স