ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়া-লেবাননসহ ৪ দেশে পুনরায় ফ্লাইট চালু করছে কাতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

কাতার এয়ারওয়েজ ঘোষণা করেছে, ইসরায়েল-ইরান সংঘর্ষের কারণে আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তারা পুনরায় ইরাক, জর্ডান, লেবানন ও সিরিয়ার সঙ্গে বিমান চলাচল শুরু করবে।

সংস্থাটি জানিয়েছে, ইরাকগামী ফ্লাইট সোমবার থেকেই পুনরায় চালু হচ্ছে এবং জর্ডান ও লেবাননের উদ্দেশ্যে ফ্লাইট ১ জুলাই থেকে শুরু হবে। সিরিয়ার সঙ্গে বিমান চলাচল শুরু হবে ৬ জুলাই থেকে।

গত ১৩ জুন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অঞ্চলজুড়ে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে।

ফলে বিভিন্ন এয়ারলাইন্স এখন ধীরে ধীরে তাদের নিয়মিত ফ্লাইট কার্যক্রমে ফিরছে এবং কাতার এয়ারওয়েজের এই সিদ্ধান্ত সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স