বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল “ডাকাতদের গ্রাম”। মঙ্গলবার (১ জুলাই) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, মোমবাতি প্রজ্বলন কেবল একটি অনুষ্ঠান নয়, এটি আগামী দিনে গণতন্ত্রের পথে পদযাত্রার প্রতীক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার কেন্দ্র বলে অভিহিত করেন।
নিজের অতীত স্মরণ করে রিজভী জানান, আগে যখন নৌকায় অনেক দূরে যেতেন, মাঝি বলতো ‘চুপ থাকুন, ওই গ্রাম ডাকাতদের গ্রাম’। শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সেই “ডাকাতদের গ্রাম” যেখানে ভয়ভীতি ছড়িয়ে ছিল। তবে আজ সেই ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় বায়ান্ন ও ঊনসত্তরের স্মৃতি নিয়ে শান্তির বাতাস বইছে।
রিজভী আরও বলেন, শেখ হাসিনা বলেছিল, যদি বাধা দেওয়া হয় তবে সব কিছু বন্ধ করে দেবো এবং ছাত্রদের স্তব্ধ করে রাখবো। কিন্তু এতো বাধার পরেও ছাত্রদের গণতন্ত্রের সংগ্রাম থামাতে পারেনি।
তিনি জানান, আজকের আলোক প্রজ্বলনের মাধ্যমে ছাত্রদলের ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধন হয়েছে। রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার পেটুয়া বাহিনীর হাতে ছাত্রদলের অনেক নেতা ও কর্মী গুম ও হত্যা হয়েছে। তিনি ছাত্রদলের নব্বই ও আশির দশকের সংগ্রামী ভূমিকা স্মরণ করেন এবং বলেন, তারা ২৪ সালের গণঅভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই সংগ্রাম বাস্তবায়নে বাধা আসবে, কিন্তু সেই বাধা অতিক্রম করেই তারা গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করবে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান, সাবেক ছাত্রদল সভাপতি আসিফুজ্জামান রিপন, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।