গুগল ক্রোম প্রায় সবাই ব্যবহার করেন, কারণ এটি নিরাপদ ও দ্রুত ওয়েব ব্রাউজিংয়ের জন্য জনপ্রিয়। কিন্তু এবার ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ প্রকাশ করেছে গুগল। তারা জানিয়েছে, কিছু অ্যান্ড্রয়েড ফোনে আর গুগল ক্রোম চলবে না। অর্থাৎ, এসব ফোনে গুগল ক্রোম ব্যবহার বন্ধ হয়ে যাবে।
আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৮ (ওরিও) এবং অ্যান্ড্রয়েড ৯ (পাই) অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো আপডেট দেওয়া হবে না। নতুন আপডেট পেতে হলে কমপক্ষে অ্যান্ড্রয়েড ১০ ভার্সন থাকা জরুরি। দীর্ঘদিন একই ফোন ব্যবহারকারীদের অনেকেরই এখনও অ্যান্ড্রয়েড ৮ বা ৯ ভার্সন চালু থাকে।
আগস্টের পর এই ভার্সনের ফোনগুলোতে গুগল ক্রোমে আর কোনো আপডেট পাবেন না। তবে এটি অর্থ নয় যে হঠাৎই গুগল ক্রোম কাজ বন্ধ করে দেবে। গুগল ক্রোম ব্যবহার করা যাবে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হবে না।
ক্রোম ব্যবহারের সময় ডাটা লিক হওয়ার ঝুঁকি বেড়ে যাবে, বিশেষ করে যদি স্পর্শকাতর অ্যাপ বা ওয়েবসাইট ব্রাউজ করেন। ফলে ব্যক্তিগত তথ্য ফাঁসের সম্ভাবনা অনেক বেশি।
বর্তমানে প্রায় ৬ শতাংশ ব্যবহারকারী এখনও অ্যান্ড্রয়েড ৯ ভার্সন ব্যবহার করছেন, আর ৪ শতাংশ ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড ৮ ও ৮.১। গুগল জানিয়েছে, যারা এই ভার্সনগুলো ব্যবহার করছেন, তারা দ্রুত ওএস আপডেট করবেন। যদি না পারেন, তাহলে নতুন ফোন কেনার পরামর্শ দেয়া হয়েছে, নাহলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারে।