ঢাকা | বঙ্গাব্দ

খালি পেটে ওষুধ খেলে হতে পারে যেসব বিপদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

ওষুধ খাওয়ার ক্ষেত্রে শুধু সময়মতো খাওয়াই যথেষ্ট নয়, খাওয়ার সঠিক নিয়মও জানা জরুরি। অনেকেই মনে করেন খালি পেটে ওষুধ খেলে তেমন কিছু হবে না, কিন্তু চিকিৎসকরা বলছেন—এ অভ্যাস হতে পারে মারাত্মক বিপদের কারণ। কখনও কখনও তা প্রাণঘাতীও হতে পারে।

খালি পেটে ওষুধ খাওয়ার বিপদ কী?
খালি পেটে ওষুধ, ইনজেকশন বা সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীরে তা ভিন্নভাবে প্রতিক্রিয়া করে। কারণ, খাবার না থাকায় পাকস্থলীর সংবেদনশীল আস্তরণ বা ‘স্টমাক লাইনিং’ সম্পূর্ণ উন্মুক্ত থাকে। ফলে কোনো কোনো ওষুধ, বিশেষ করে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ, স্টেরয়েড কিংবা কিছু ভিটামিন ও সাপ্লিমেন্ট পেটের আস্তরণে সরাসরি প্রতিক্রিয়া দেখায়, যার ফলে জ্বালা, প্রদাহ বা আলসারের মতো সমস্যা হতে পারে।

সম্প্রতি বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুর ঘটনায় বিষয়টি আরও আলোচনায় এসেছে। ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৪২ বছর বয়সী শেফালি উপবাসে থাকার সময় নিয়মিত ওষুধের সঙ্গে একটি বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন নেন। অনুমান করা হচ্ছে, খালি পেটে এসব গ্রহণ করায় তার শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। যদিও তার মৃত্যুর সঠিক কারণ জানতে মেডিকেল ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, খালি পেটে ওষুধ খেলে শুধু অম্বল বা বমিভাবই নয়, হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। কারণ খালি পেটে ওষুধ শরীরে দ্রুত শোষিত হয়, এতে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়।

খালি পেটে ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে?
১. গ্যাস্ট্রিক বা আলসার: ওষুধ সরাসরি পাকস্থলীর দেয়ালে ক্ষতি করে, গ্যাস, ব্যথা বা আলসার সৃষ্টি করে। বিশেষ করে ব্যথার ওষুধ এ ক্ষেত্রে খুব বিপজ্জনক।
২. বমিভাব বা বমি: কিছু ওষুধ খালি পেটে খেলে বমি বা পেট খারাপ হতে পারে।
৩. ওষুধের কার্যকারিতা কমে যাওয়া: কিছু ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা আয়রন জাতীয় ওষুধ ঠিকমতো শোষিত না হয়ে কার্যকারিতা হারায়।
৪. পানিশূন্যতায় ঝুঁকি বেড়ে যাওয়া: শরীরে পানি কম থাকলে ওষুধের প্রতিক্রিয়া আরও বেশি হয়, এতে কিডনি ও লিভারের ওপর বাড়তি চাপ পড়ে।

যারা বেশি ঝুঁকিতে থাকেন:

  • গ্যাস্ট্রিক বা আলসারের রোগী

  • বয়স্ক ব্যক্তি

  • ধীর হজমপ্রক্রিয়ার ভুক্তভোগী

  • নিয়মিত পেইনকিলার বা অ্যান্টিবায়োটিক গ্রহণকারী

  • যারা কম পানি পান করেন বা গরমে পানিশূন্যতায় ভোগেন

সতর্কতা:
ডাক্তার যদি ‘ভরা পেটে’ ওষুধ খাওয়ার পরামর্শ দেন, তাহলে অন্তত হালকা খাবার খেয়ে ওষুধ খান। অবশ্যই পর্যাপ্ত পানি পান করুন। খালি পেটে ঘুম থেকে উঠে ওষুধ খাবেন না। কোনো ওষুধে সমস্যা হলে নিজে থেকে বন্ধ না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

ওষুধ সঠিকভাবে খেলে শরীর ভালো হয়, কিন্তু নিয়ম না মেনে খেলে সেটাই বিপদের কারণ হতে পারে। তাই সতর্কতার সঙ্গে, নির্দেশনা মেনে ওষুধ গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, শুধু ওষুধ খাওয়া নয়, সঠিকভাবে খাওয়াটাই প্রকৃত চিকিৎসা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স