ঢাকা | বঙ্গাব্দ

হেলিকপ্টার দিয়ে টাকা উড়িয়ে দিলেন ব্যবসায়ী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

আকাশ থেকে টাকা পড়ার দৃশ্য যেন কল্পনার মতো মনে হয়। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের ইস্ট সাইডে ঠিক এমনই অবাক করা ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে হঠাৎ আকাশে একটি হেলিকপ্টার চক্কর দিতে শুরু করে। কিছুক্ষণ পরেই দেখা যায়, আকাশ থেকে বৃষ্টির মতো করে ঝরছে বান্ডেল বান্ডেল নগদ ডলার! চোখের সামনে এমন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যান। খবর কসোভা প্রেস।

প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো কোনো সিনেমার শুটিং কিংবা কোনো বিজ্ঞাপনের অংশ। কেউ কেউ মনে করেছিলেন নকল টাকা ছড়ানো হচ্ছে। কিন্তু পরে জানা যায়, এটি ছিল সম্প্রতি মারা যাওয়া স্থানীয় ব্যবসায়ী ড্যারেল প্ল্যান্ট থমাসের শেষ ইচ্ছা পূরণের অংশ। জীবিত অবস্থায় ড্যারেল থমাস ছিলেন একজন কার ওয়াশের মালিক এবং এলাকায় অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী লিসা নাইফ বলেন, ‘‘এটা ছিল তার কমিউনিটির জন্য ভালোবাসার বিশেষ উপহার। আমি বলব, তিনি সম্পূর্ণ সফল হয়েছেন তার উদ্দেশ্যে।’’

হেলিকপ্টারটি কয়েক মিনিট ধরে চক্কর দেয় এবং এরপর শুরু হয় ডলার বৃষ্টি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হাজার হাজার ডলারের নোট মাটিতে পড়তে থাকে। আশেপাশের লোকজন দোকান, গাড়ি বা বাড়ি থেকে বেরিয়ে এসে নোট কুড়াতে শুরু করেন। পুরো এলাকাটি মুহূর্তেই যেন এক উৎসবে পরিণত হয়।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত মানুষের ভিড়েও কোনো বিশৃঙ্খলা বা গোলযোগ হয়নি। ডেট্রয়েট পুলিশ সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখলেও পুরো ঘটনাটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

স্থানীয় এক রেস্তোরাঁ কর্মী আনায়া টনি বলেন, ‘‘মানুষের ভিড় ছিল বিশাল, কিন্তু পরিস্থিতি ছিল দারুণ। সবাই কিছু না কিছু পেয়েছে।’’

ড্যারেল থমাসের ছেলে স্মোক জানান, ‘‘এটি ছিল আমার বাবার শেষ ইচ্ছা। তিনি সবাইকে ভালোবাসতেন। তার এই উদ্যোগ তার কমিউনিটির প্রতি ভালোবাসার প্রতীক এবং তার পক্ষ থেকে সবার জন্য শেষ আশীর্বাদ।’’

এই ঘটনা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই মজার এবং আবেগঘন মন্তব্য করেন। একজন লেখেন, ‘‘এমন বৃষ্টি আমাদেরও দরকার!’’ আরেকজন মজা করে বলেন, ‘‘আমি তো বিছানার চাদর নিয়ে ছুটেছিলাম ধরতে!’’ কেউ কেউ বলেন, ‘‘একজন মানুষ মৃত্যুর পরেও যদি অপরিচিতদের কথা ভাবেন, বুঝতে হবে তিনি কতটা উদার এবং হৃদয়বান ছিলেন।’’

বিভিন্ন মন্তব্যে উঠে আসে, ‘‘এই-ই তো আসল ডেট্রয়েট—ভালোবাসা, উদারতা এবং ঐক্যের শহর।’’

ড্যারেল থমাসের এমন ব্যতিক্রমী উদ্যোগ তার স্মৃতিকে এলাকাবাসীর মনে আরও বেশি জাগ্রত করে তুলেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স