ঢাকা | বঙ্গাব্দ

ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আল-হিলাল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। সাত গোলের রোমাঞ্চকর এই ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে।

প্রথমার্ধে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। তবে দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পুরোপুরি বদলে যায়। আল হিলালের মার্কোস লিওনার্দো ও ম্যালকম এবং সিটির এরলিং হাল্যান্ড গোল করে ম্যাচে সমতা আনেন। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ২-২ গোলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৪তম মিনিটে হিলালের কালিদু কুলিবালির হেডারে দলটি আবার এগিয়ে যায়। তবে ১০৪ মিনিটে ফিল ফোডেন গোল করে সিটিকে আবার সমতায় ফেরান। এরপর ম্যাচের ১১২তম মিনিটে রিবাউন্ড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লিওনার্দো, যা আল হিলালকে ৪-৩ ব্যবধানে জয় এনে দেয় এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।

পরাজয়ের পর ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, "আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু আজ রাতটি আল হিলালের ছিল।"

জয়ের নায়ক মার্কোস লিওনার্দো ম্যাচ শেষে আবেগ প্রকাশ করে বলেন, "এটা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত।"

এই জয়ের মাধ্যমে আল হিলাল ইতিহাসের আরও কাছাকাছি পৌঁছে গেছে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স