খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতে ২০টি ভিন্ন পদে মোট ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা ২০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগের জন্য প্রয়োজনীয় পদসমূহ এবং পদসংখ্যা নিচে দেয়া হলো:
১। সিনিয়র সহকারী পরিচালক – ১ জন
২। বৈজ্ঞানিক কর্মকর্তা – ৬ জন
৩। খামার তত্ত্বাবধায়ক – ৪ জন
৪। সহকারী পরিচালক – ২ জন
৫। মেডিকেল অফিসার – ১ জন
৬। সহকারী প্রকৌশলী – ২ জন
৭। সহকারী মেইনটেনেন্স (ইঞ্জিনিয়ার) – ১ জন
৮। হিসাবরক্ষণ কর্মকর্তা – ১ জন
৯। উপসহকারী প্রকৌশলী – ৩ জন
১০। ব্যক্তিগত সহকারী – ১ জন
১১। হিসাব রক্ষক – ১ জন
১২। প্রধান সহকারী – ১ জন
১৩। উচ্চমান সহকারী – ৩ জন
১৪। বৈজ্ঞানিক সহকারী – ১৫ জন
১৫। অডিটর – ১ জন
১৬। কম্পাউন্ডার – ১ জন
১৭। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৫ জন
১৮। টেকনিশিয়ান – ১ জন
১৯। স্টোর কিপার – ১ জন
২০। অফিস সহায়ক – ৮ জন
আবেদন করার যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমাসহ অন্যান্য বিস্তারিত শর্তাবলী অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২০ জুলাই ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।