কাতারে ৬০৩ জন কোরআনের কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করেছে দেশটির সমাজকল্যাণ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। বার্ষিক এই আয়োজনে কোরআন শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা সমাপ্ত করা এসব শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
২০২৩ ও ২০২৪ সালে কোরআন শিক্ষা কেন্দ্রগুলো থেকে পাঠ গ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোহায় অবস্থিত কাতারের জাতীয় মসজিদ, ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলাম বিষয়ক মন্ত্রী গানিম বিন শাহিন আল গামিন। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ খালিদ বিন মুহাম্মদ বিন গানিম আল থানি। মনোজ্ঞ এ আয়োজনে নির্বাচিত শিশুদের তিলাওয়াতও উপস্থাপিত হয়।
পুরস্কৃত শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাক্রম থেকে আসলেও সবার共通 যোগ্যতা হচ্ছে, তারা সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে। শুধু তাই নয়, কোরআনের শিক্ষা বিস্তারে অবদান রাখার স্বীকৃতি হিসেবে কোরআন শিক্ষা কেন্দ্রের নির্বাচিত ১৫ জন প্রধান এবং ১০০ জন শিক্ষককেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
দাওয়াহ বিভাগের পরিচালক জসিম বিন আবদুল্লাহ আল আলী বলেন, "হাফেজদের সম্মাননা প্রদানের মাধ্যমে ইসলামিক মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। এই কেন্দ্রগুলো ইসলামী নৈতিকতা ও মূল্যবোধ গঠনে বড় ভূমিকা রাখছে। আমাদের লক্ষ্য আগামী প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করা।" তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম সেই, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।'
কোরআন শিক্ষা কেন্দ্রের অগ্রগতি প্রসঙ্গে জানানো হয়, ২০২৩ সালে কাতারে এমন কেন্দ্রের সংখ্যা ছিল ১৩২টি, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৪৮টিতে। বর্তমানে এসব কেন্দ্রে প্রায় ১৯ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে, যার মধ্যে দুই হাজার ২৪৯ জন কাতারি শিশু।