ঢাকা | বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়কের পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান। জুলাইয়ের প্রথম প্রহরে নিজের ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি লিখেছেন, "আমি স্বেচ্ছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক পদ থেকে অব্যাহতি নিচ্ছি। একইসঙ্গে এনসিপি ও এর ছাত্র বা যুব সংগঠনের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।"

জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যখন দেশের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি পালিত হচ্ছে, ঠিক সেই সময় রাশেদের এমন পদত্যাগে হতবাক হয়েছেন তার দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মুহূর্তেই তার সেই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা।

দলীয় সূত্র জানায়, গত বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্যসচিব করে যশোর জেলা কমিটির ১০১ সদস্যের তালিকা ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কিন্তু কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগ করেন।

এরপর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে আরও সাতজন নেতা পদত্যাগ করেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপজেলা কমিটি গঠন নিয়ে সাংগঠনিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে সদস্যসচিব জেসিনা মোর্শীদ প্রাপ্তির পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এছাড়াও বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়। কর্মসূচিতে অংশগ্রহণও ক্রমশ কমতে থাকে।

নেতাকর্মীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় যশোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যবিপ্রবির শিক্ষার্থী রাশেদ খান। বাম ধারার রাজনীতি থেকে উঠে আসা রাশেদ গত বছরের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের সংগঠিত করে রাজপথে সরব উপস্থিতি নিশ্চিত করেন। তার ভূমিকায় সন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় নেতারা তাকে যশোর জেলার আহ্বায়কের দায়িত্ব দেন।

তবে হঠাৎ তার পদত্যাগে আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে জেলায় আরও অন্তত ডজনখানেক নেতাকর্মীর পদত্যাগের গুঞ্জন চলছে। জানা গেছে, পদত্যাগে আগ্রহীদের অধিকাংশই রাশেদ খানের অনুসারী।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স