ঢাকা | বঙ্গাব্দ

পরাজিত ফ্যাসিস্টরা অভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে: জোনায়েদ সাকি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন ও তাদের সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার (১ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর ছাত্র-জনতার সবচেয়ে বড় গণআন্দোলন হলো জুলাইয়ের গণঅভ্যুত্থান। কিন্তু পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনো সক্রিয় রয়েছে। তারা নানা অপচেষ্টা চালিয়ে এই গণঅভ্যুত্থান ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। এসব অপতৎপরতা মোকাবিলা করে আমাদের এই আন্দোলনকে সফল করতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ গোপনে সন্ত্রাস চালাচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনোভাবেই জনতার মধ্যে অরাজক পরিস্থিতি বা মব তৈরির সুযোগ দেওয়া যাবে না। দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগ নিয়েই আওয়ামী লীগ সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে।”

জুনায়েদ সাকি আরও বলেন, “সংবিধান ও রাষ্ট্রের কাঠামোয় সংস্কার এনে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। দেশের ইতিহাসে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আর সেই লক্ষ্যে আমাদের একাত্তর, জুলাইসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ রাখতে হবে। তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই এদেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স