মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা কিছুটা কমলেও আবারও নতুন করে অস্থিরতা দেখা দিচ্ছে। এরই মধ্যে উত্তর ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি রকেট হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) রাতে এই হামলা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও আরব নিউজ।
হামলায় দুজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন। এছাড়া কিরকুক শহরের একটি আবাসিক ভবনে আরেকটি রকেট আঘাত হানার খবর পাওয়া গেছে, এতে ওই স্থাপনার কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউশা রকেট ছোড়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, এর মধ্যে একটি রকেট বিস্ফোরিত হয়নি।
জানা গেছে, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং ইরান সমর্থিত আধাসামরিক বাহিনী ‘হাশদ আল-শাবি’র ঘাঁটি রয়েছে, যা বর্তমানে সরকারি সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এ হামলায় বিমানবন্দরের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গত সপ্তাহে, ইসরায়েল-ইরানের ১২ দিনের যুদ্ধ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে, বাগদাদ ও দক্ষিণ ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিল রাডার সিস্টেম। ওই ঘটনার পর ইরাকি কর্তৃপক্ষ তদন্ত শুরু করলেও এখনো কোনো দায়ী ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ইরাক দীর্ঘদিন ধরে ড্রোন ও রকেট হামলার কেন্দ্রবিন্দু এবং প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে দীর্ঘ সংঘাত ও অস্থিরতার পর দেশটিতে সম্প্রতি খানিকটা স্থিতিশীলতা ফিরে এসেছিল। নতুন করে এসব হামলায় আবারও শঙ্কা দেখা দিয়েছে।