লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য বর্তমান সময়ের আলোচিত অস্ত্র কেলেঙ্কারি প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, 'অস্ত্রের লাইসেন্স নিয়ে তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকরা সারাদিন যা যা বলছে, আসলে তার কতটুকু ঠিক? তারা আইনই পড়েনি, তাহলে বাজার গরম করলো কেন?'
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টা ১৬ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পিনাকী আরও বলেন, 'মন্ত্রী পদমর্যাদার কারও অস্ত্রের লাইসেন্স পেতে আলাদা করে আয়কর দিতে হয় না। আসিফ তার পদমর্যাদায় সহজেই লাইসেন্স নিতে পারে। তার যে বেতন-ভাতা আছে, তাতে সে অনায়াসেই ভালো মানের অস্ত্র কিনতে পারে। আমি নিজেও একসময় একটা সিগ সাওয়ার ব্যবহার করতাম, যেটা নেভি সিলও ব্যবহার করে। সেটা কিনতে আমার দেড় লাখ টাকা লেগেছিল, এখন হয়তো দাম বেড়ে তিন-চার লাখ। এই সামর্থ্য কি আসিফের নেই? তার তো সংসার নেই, বাড়তি কোনো খরচ নেই। অফিসের গাড়ি, অফিসের বাড়ি—সব আছে।'
তবে তিনি স্বীকার করেন, 'গুলিভর্তি ম্যাগাজিন নিয়ে আসিফ যদি বিদেশে নামতো, বড় ধরণের কেলেঙ্কারি হতে পারতো। তবে এ রকম ঘটনা পৃথিবীতে নতুন কিছু নয়। বছর দেড়েক আগে মার্কিন সিনেটর জেফ উইলসন ভুলবশত ব্যাগে আনলোডেড পিস্তল নিয়ে হংকং চলে গিয়েছিলেন। সেখানকার কাস্টমসে নিজেই সেটি ডিক্লেয়ার করেছিলেন, পরে গ্রেপ্তার হলেও কোনো শাস্তি ছাড়াই ছেড়ে দেওয়া হয়।'
তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, 'আসিফ যদি বিদেশের এয়ারপোর্টে ধরা পড়তো, বড়জোর পুলিশ তাকে এম্বাসির জিম্মায় ছেড়ে দিতো। কিন্তু এখানে এত হইচই করা হচ্ছে কেন? যদি এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজই নিরাপদ না থাকে, তাহলে দেশের নিরাপত্তা থাকে কীভাবে?'
এখানেই থামেননি পিনাকী। তিনি আরও বলেন, 'ধরুন, সরকারের কোনো গোপন নথি আপনার হাতে এসেছে। যদি মনে করেন, সেটা প্রকাশ করলে দেশের ক্ষতি হবে, তাহলে আপনি সেটা করবেন না। কিন্তু যদি মনে করেন, সরকারের চরিত্র শত্রুতা মূলক, তাহলে সেটি প্রকাশ করা যুক্তিযুক্ত হতে পারে। হাসিনা সরকারের সময় যদি কোনো মন্ত্রী ম্যাগাজিন ভর্তি গুলি নিয়ে ধরা পড়ত এবং সেই সিসিটিভি ফুটেজ ফাঁস হতো, মানুষ সেটি গ্রহণ করত। কারণ হাসিনার সরকার ছিল জনগণের শত্রু।'
পোস্টের শেষাংশে তিনি ইঙ্গিত করে বলেন, 'এখন যারা এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ বাইরে দিয়েছে, তারাও আসলে ইউনূসের সরকারকে শত্রু সরকার হিসেবে বিবেচনা করছে। এ পরিস্থিতিতে এত হোস্টাইল পুলিশ, নিরাপত্তা বাহিনী আর প্রশাসন নিয়ে ইউনূস কিভাবে কোনো ফলাফল দিতে পারবে?'