গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ঐকমত্য কমিশনে অধিকাংশ নেতাকর্মীর বক্তব্যেই অনৈক্যের প্রতিচ্ছবি স্পষ্ট। তিনি প্রয়োজন মনে করলে এই পরিস্থিতি নিরসনে গণভোটের আয়োজনের আহ্বান জানান।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নুর বলেন, জুলাই মাস বিভাজনের নয়, বরং এটি ঐক্যের প্রতীক। কিন্তু কিছু রাজনৈতিক দল, যারা ক্ষমতার স্বপ্ন দেখছে, তারা বাস্তব কোনো প্রশ্নে আপস করতে চায় না।
তিনি আরও বলেন, বিভেদ তৈরি হয় এমন বক্তব্য ও আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। রাজনৈতিক সমঝোতার প্রশ্নে সবাই আপস করলেও আওয়ামী লীগের বিষয়ে গণঅধিকার পরিষদ কোনো আপস করবে না। এই বিষয়ে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না।
বর্তমান উপদেষ্টা পরিষদের যে দক্ষতা ও প্রস্তুতি রয়েছে, তা দিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন নুরুল হক নুর।
এ সময় তিনি আবু সাঈদের বাবার বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাদের পরিবার এখনও কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা পায়নি। কেন তাদের এই ক্ষোভ ও আক্ষেপ থাকবে, সেই দায় সরকারেরই বলে উল্লেখ করেন তিনি।