ঢাকা | বঙ্গাব্দ

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেয়ার আহ্বান মাহমুদুর রহমানের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

মানবাধিকার কর্মী ও ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসলেও সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির ৩৬ দিনের জুলাই গণঅভ্যুত্থান উদ্‌যাপনের উদ্বোধনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ভবিষ্যতে যেন কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী নেতায় পরিণত না হয়, সেজন্য প্রয়োজনীয় সংস্কার করা আবশ্যক। প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি কোনো ব্যক্তি থাকবেন না—এই প্রস্তাবে সকল রাজনৈতিক দলের ঐকমত্য অর্জিত হয়েছে এবং সেটি তার প্রাথমিক ধাপ বলে তিনি মনে করেন।

এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশকে পরাধীনতা ও আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। পাশাপাশি আবারও ফ্যাসিবাদ রোধে প্রয়োজনে প্রাণ উৎসর্গের প্রতিজ্ঞা করেন তিনি।

উল্লেখ্য, এবি পার্টির ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধন করেন শহীদ নাজমুল কাজির স্ত্রী মারিয়া সুলতানা রাখি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স