ঢাকা | বঙ্গাব্দ

ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে ফোনালাপ বিতর্কের কারণে দেশটির সাংবিধানিক আদালত সাময়িকভাবে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে আদালত জানায়, পেতংতার্নের বিরুদ্ধে অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে ৩৬ জন সিনেটর ক্ষমতাচ্যুতির জন্য আবেদন করেছেন। ওই আবেদনের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনেটরদের আবেদনের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত পেতংতার্ন দায়িত্ব পালন করতে পারবেন না। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে পেতংতার্নের বিরুদ্ধে তীব্র সমালোচনা এবং পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন চলছে দেশটিতে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স