কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন এবং তার ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি ও নির্যাতনের মামলায় গ্রেফতার চারজনের সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আগামী বৃহস্পতিবার এই রিমান্ডের শুনানির দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১১ নম্বর আমলি আদালতে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করে।
অন্যদিকে, ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ফজর আলী বর্তমানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৬ জুন রাতে মুরাদনগরের এক বাসায় দরজা ভেঙে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের অভিযোগ উঠে। ওই সময় একদল লোক ভুক্তভোগী নারী ও ধর্ষণ মামলার অভিযুক্ত ফজর আলীর ওপর নির্যাতন চালিয়ে সেই ঘটনা ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়। এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ী থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করা হয়।