রাউন্ড অব সিক্সটিনে চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলানকে ২-০ গোলে পরাজিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। এই জয়ের ফলে পালমেইরাসের পর ব্রাজিল থেকে দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স, যেখানে নেতৃত্ব দিচ্ছেন থিয়াগো সিলভা।
শার্লটের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে রাতের ম্যাচে মাত্র ৩ মিনিটে গেরমান কানোর গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। গোল খাওয়ার পরও ধৈর্য হারায়নি ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ ও ডামফ্রিসরা। যদিও বল দখল ও আক্রমণে সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল ইউরোপীয় দলটি, গোল আদায়ে তারা ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালায় ইন্টার। স্টেফান ডি ভ্রিজ কাছ থেকে সুযোগ হারান, ফ্যাবিও অসাধারণ ভাবে এসপোসিতোর শট আটকে দেন এবং লাউতারো মার্টিনেজ গোলপোস্টে বল মারার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে হারকিউলিস ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে জয় নিশ্চিত করেন ফ্লুমিনেন্সের। এই জয়ের মাধ্যমে ইন্টার মিলানের বিদায় নিশ্চিত হয়।
ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলো ইউরোপীয় দলগুলোর বিরুদ্ধে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে, যার মধ্যে ৩টিতে জয়, ২টিতে পরাজয় এবং ২টি ড্র। ইন্টার মিলানের আগে পিএসজি ও চেলসিও এই ব্রাজিলিয়ান ক্লাবদের কাছে হারেছে।