ঢাকা | বঙ্গাব্দ

৫৩৭ রানের লক্ষ্য তাড়ায় হারের মুখে জিম্বাবুয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৫৩৭ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ মঙ্গলবার (১ জুলাই) চতুর্থ দিনের টি-ব্রেক পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৫০ রান। জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার আরও ৩৮৭ রান, অন্যদিকে প্রোটিয়াদের প্রয়োজন মাত্র ৪টি উইকেট।

টেস্ট ক্রিকেটে ৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ৫০০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। তৃতীয় দিনের শেষ বলে করবিন বসকের বলে ওপেনার কাইতানো আউট হয়ে যান। চতুর্থ দিনের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৮২ রানেই ৬ উইকেট নেই স্বাগতিকদের।

এরপর অধিনায়ক ক্রেইগ আরভিন ও ওয়েলিংটন মাসাকাদজা কিছুটা প্রতিরোধ গড়েন। তারা দুজন অবিচ্ছিন্নভাবে ৬৮ রানের জুটি গড়ে দলকে কিছুটা সান্ত্বনা দেন। টি-ব্রেকের সময় আরভিন ৪১ এবং মাসাকাদজা ৪৩ রানে অপরাজিত ছিলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ৬ উইকেটে ১৫০ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে দারুণ করেছেন করবিন বসক ও কোদি ইউসুফ। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট।

এর আগে, লুয়ান ড্রে প্রিটোরিয়াসের অভিষেক টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি (১৫৩) এবং করবিন বসকের অপরাজিত শতকের কল্যাণে প্রথম ইনিংসে ৪১৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে শন উইলিয়ামসের শতকে ২৫১ রান করে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার পক্ষে উইয়ান মুল্ডার ১২৭ রানের ইনিংস খেললে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৬৯ রান, যা জিম্বাবুয়েকে দেয় রেকর্ড লক্ষ্য।

সবমিলিয়ে, ম্যাচে এখন স্পষ্টভাবে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স