ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
পাসামিলারাম শিল্প এলাকায় সিগাচি কেমিক্যালস কারখানার একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলা প্রশাসন জানায়, এ পর্যন্ত চারজন নিহতকে শনাক্ত করা গেছে, বাকি ২৩ জনের পরিচয় জানার চেষ্টা চলছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, “তেলঙ্গানার সাঙ্গারেড্ডিতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি আরও জানান, জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকালে ওই কারখানায় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা গিয়ে দেখেন কারখানার ছাদ ১০০ মিটার দূরে ভেঙে পড়ে এবং কালো ধোঁয়া উড়ছে।
প্রাথমিকভাবে জানা যায়, বিস্ফোরণে ১২ শ্রমিক নিহত হন এবং অনেকে আহত হন। তবে মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু করে, তখন একের পর এক মরদেহ উদ্ধার হয়।
তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং জানান, বিস্ফোরণের কারণে ছাদ উড়ে যায় এবং সেখানে কাজ করছিলেন প্রায় ৯০ জন শ্রমিক। অনেকের মরদেহ ছাদের ধ্বংসাবশেষ থেকে প্রায় ১০০ মিটার দূরে পড়ে ছিল।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণে বিস্ফোরণটি ঘটেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ার আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলঙ্গানা সরকারকে ‘পূর্ণাঙ্গ ও স্বচ্ছ’ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত এবং রাজ্যপাল জিষ্ণু দেববর্মাও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
Abdur Rabby
