ঢাকা | বঙ্গাব্দ

জুলাই শহীদদের আত্মত্যাগ জাতিকে চিরদিন প্রেরণা জোগাবে: পার্বত্য উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি উল্লেখ করেন, শহীদদের এই মহৎ আত্মত্যাগ আমাদের জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে।

সোমবার (১ জুলাই) ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ ধর্মীয় পূণ্যানুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এটি ছিল ‘নতুন বাংলাদেশ’ গঠনের এক প্রত্যয়, যেখানে ন্যায়বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য এবং সাংস্কৃতিক বিজয়ের প্রতি মানুষের গভীর আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এই গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং জনগণের আত্মপরিচয় পুনঃনির্মাণের একটি সাংস্কৃতিক প্রয়াস হিসেবেও বিবেচিত। তিনি আরও জানান, এই অভ্যুত্থান ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদী সমাজ গঠনের ক্ষেত্রে নতুন গতি এনে দিয়েছে।

বিশেষ করে পার্বত্য চট্টগ্রামসহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর এই আন্দোলনে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিষ্কার দান ও পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় দানের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করা হয়। এছাড়া সকল জীবের মঙ্গল কামনাও করা হয়।

পূর্ণাঙ্গানুষ্ঠানের মাধ্যমে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা শহীদদের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, সংহতিময় ও মানবিক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের আয়োজন শুধুমাত্র স্মরণকর্তব্য নয়, এটি একটি মূল্যবোধ নির্ভর সমাজ গঠনের ধারাবাহিক প্রচেষ্টা।

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্ম সচিব কংকন চাকমা, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, বৌদ্ধ ধর্মগুরু বান্তে, বিশিষ্ট বুদ্ধিজীবী ও বিভিন্ন ধর্মাবলম্বী শান্তিপ্রিয় মানুষ, পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও ধর্মরাজিক ছাত্ররা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স