ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে পথসভার মাধ্যমে জুলাই পদযাত্রা শুরু এনসিপির

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে উত্তরের জেলা গাইবান্ধা থেকে। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে সাদুল্লাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা ও কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই পদযাত্রা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে পদযাত্রাটি শহীদ মিনারে পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনসিপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এরপর ফিতা কেটে এনসিপির সাদুল্লাপুর উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।

পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এসময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চল মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চল মুখপাত্র সারজিস আলমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা।

পথসভা শেষে পদযাত্রাটি গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনারে গিয়ে সমবেত হবে। সেখানে অনুষ্ঠিত হবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশ। এরপর পদযাত্রাটি পলাশবাড়ী হয়ে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্মরণস্থান পর্যন্ত গিয়ে শেষ হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স