গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। বিশেষ করে, কমিশনের প্রধান কয়েকদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সেই গুঞ্জন আরও জোরাল হয়। অবশেষে মঙ্গলবার (১ জুলাই) নিজ কার্যালয়ে এ বিষয়ে মুখ খুলেছেন সিইসি নাসির উদ্দিন।
তিনি জানান, গত কয়েকদিন তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি বিভিন্ন সংবাদ পড়েছেন ও দেখেছেন, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন বলেন, ‘‘আমি হাসপাতালে শুয়ে একটা হাদিস মনে করছিলাম। সেখানে মহানবী (সা.) বলেছেন—তোমরা অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। অথচ আমার অনুপস্থিতিতেই কত কী অনুমান করা হয়েছে।’’
সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ। দায়িত্ব নেওয়ার পর আমাদের মধ্যে তেমন আলাদা আলোচনা হয়নি। তাই দেখা করার প্রয়োজন মনে হয়েছিল।’’
তিনি আরও বলেন, ‘‘শুধু সৌজন্য সাক্ষাৎ বলতে এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। আমি শুধু আসসালামু আলাইকুম বলেছি আর উনি ওয়ালাইকুম আসসালাম বলে বসে থেকেছেন—তা নয়। بطNaturally, বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। যেহেতু আমি নির্বাচন কমিশনের প্রধান, তাই নির্বাচন নিয়ে আলোচনা উঠবে, এটাই স্বাভাবিক।’’
নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসি বলেন, ‘‘প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন, আমরা কতটুকু প্রস্তুত। আমি তাকে জানিয়েছি, নির্বাচন কমিশন ফুল গিয়ারে কাজ করছে। আমরাও চাই সুষ্ঠু নির্বাচন হোক, প্রধান উপদেষ্টাও সে লক্ষ্যেই কাজ করছেন।’’
তিনি আরও জানান, ‘‘উনিও (ড. ইউনূস) নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। কখনও উনি আমাকে কোনো দলের পক্ষে কাজ করতে বলেননি। দেশে-বিদেশে উনি সবসময় অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কথা বলেন। সেদিনের সাক্ষাতেও তিনি তাই বলেছেন।’’
সব মিলিয়ে, পদত্যাগের গুঞ্জনের ইতি টেনে সিইসি নাসির উদ্দিন সাফ জানিয়েছেন, নির্বাচন কমিশন পূর্ণ প্রস্তুতি নিয়েই এগোচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তারা বদ্ধপরিকর।