নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়ার মাংস উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) ভোরে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টর এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আটক ব্যক্তির নাম ফয়েজ মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বরমপাড়া এলাকার হাফিজ মিয়ার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, পূর্বাচল উপশহরে টহলরত আনসার বাহিনীর সদস্যরা দেখতে পান নির্জন একটি প্লটে পাঁচটি ঘোড়া জবাই করে তাদের মাংস আলাদা করা হচ্ছে। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালানোর চেষ্টা করে। এ সময় ফয়েজ মিয়াকে আটক করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয় এবং আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে পূর্বাচলের নির্জন এলাকায় ঘোড়া এনে জবাই করে গরুর মাংস বলে রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। প্রশাসন এ ধরনের প্রতারণা বন্ধে কঠোরভাবে কাজ করবে বলে তিনি জানান।