ঢাকা | বঙ্গাব্দ

মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

কারাগারে দীর্ঘ ২০ বছর সাজা ভোগ করা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫৬ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

তিনি জানান, কারাবিধি ৫৬৯ এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারার আওতায় সরকারের প্রদত্ত ক্ষমতাবলে এই বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। ২০ বছর সাজা ভোগের পর তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কারা অধিদপ্তর জানায়, মুক্তি পাওয়া ওই ৫৬ জন বন্দির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স