ঢাকা | বঙ্গাব্দ

‘ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, শত্রুরা এখনো ইরান ও তার জনগণের প্রকৃত স্বরূপ বুঝতে পারেনি। তিনি বলেন, “এই জাতির সাংস্কৃতিক ঐতিহ্য ও সভ্যতার এমন শক্তি রয়েছে যে, তারা ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সামান্যতম আঘাতও সহ্য করবে না।”

মঙ্গলবার (১ জুলাই) এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ফাতেমেহ মোহাজেরানি আরও জানান, শত্রুরা আক্রমণাত্মক যুদ্ধ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সামরিক কমান্ডারদের হত্যা করে দেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করেছে। তবে তারা বুঝতে পারেনি যে, ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না।

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে হওয়া ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী এখন পর্যন্ত ৫,৬৪৬ জন আহত এবং ৯৩৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪০ জন নারী ও শিশু রয়েছে।

তিনি বলেন, “ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি অপরাধ। তাই আমরা দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মানবাধিকার সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করেছি।”

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র জানান, মার্কিন ও ইসরায়েলি হামলার কারণে এসব স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ফাতেমেহ মোহাজেরানি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী এবং তার মুখপাত্র ইতোমধ্যেই জানিয়েছেন, এখনো কোনো আলোচনার সময়সূচি নির্ধারিত হয়নি এবং খুব শিগগির এ ধরনের কোনো আলোচনা হওয়ার সম্ভাবনাও কম। এ বিষয়ে ইরান এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স