ঢাকা | বঙ্গাব্দ

এনবিআরের আরও পাঁচ কর্মকর্তার দুর্নীতি খতিয়ে দেখবে দুদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কয়েকজন অসাধু কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে কর ও শুল্ক আদায়ে অনিয়ম, ঘুষ গ্রহণ এবং কর ফাঁকি দেওয়ার সুযোগ তৈরির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ জুলাই) দুদকের চেয়ারম্যান মো. আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা গেছে, এনবিআরের কিছু কর্মকর্তা কর ও শুল্ক আদায়ে মোটা অঙ্কের ঘুষ নিয়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠান মালিক ও এনবিআরের কিছু কর্মকর্তা নিজেদের ব্যক্তিগত লাভের জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে কমিয়ে দিচ্ছেন। এতে প্রতিবছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে ঘুষ না পেয়ে প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে মিথ্যা কর ফাঁকি মামলাও দায়ের করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, এনবিআরের ভ্যাট ও বৃহৎ করদাতা ইউনিটের অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, এনবিআরের সদস্য লুতফুল আজীম, এনবিআর সিআইসি-র সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, ঢাকা কর অঞ্চল-১৬-এর উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং এনবিআরের যুগ্ম কমিশনার মো. তারেক হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে অনুসন্ধান কার্যক্রম চলছে।

দুদক চেয়ারম্যান জানান, এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স