ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

আমদানি-রফতানি কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২১ জুন ও ২৮ জুন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস, ভ্যাট, আয়করসহ সব দফতর ও বিভাগ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে রাজস্ব আদায় নির্বিঘ্ন থাকে। কিন্তু এ নির্দেশনা অমান্য করে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন গত ২৮ ও ২৯ জুন কাস্টম হাউস বন্ধ রাখেন, ফলে আমদানি-রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স