ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইসরায়েল: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির একটি চুক্তি চূড়ান্ত করতে ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মতি দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) নিজের ট্রুথ সোশাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে এই যুদ্ধবিরতির বিস্তারিত শর্তগুলো তিনি প্রকাশ করেননি।

ট্রাম্প বলেন, “কাতার ও মিশর এই চুক্তির জন্য কঠোর পরিশ্রম করেছে। তারা এখন চূড়ান্ত প্রস্তাব পেশ করবে। আমি আশা করি, হামাস এই প্রস্তাব গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো সুযোগ তারা পাবে না। আর যদি হামাস রাজি না হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যাতে ইসরায়েলের অন্তত ১,২০০ জন নিহত হন। এরপর থেকে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ৫৬ হাজার ৬৪৭ জন নিহত হয়েছেন।

হামাস এই যুদ্ধবিরতির শর্তগুলো গ্রহণ করবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্পের এই ঘোষণার ঠিক আগে তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন এবং সেখানে তিনি ‘অত্যন্ত কঠোর’ অবস্থান নেবেন।

ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির পক্ষে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, তিনিও এটা চান। আমার ধারণা, আগামী সপ্তাহের মধ্যেই আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব।”

এদিকে, মঙ্গলবারই ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বৈঠক হওয়ার কথা ছিল।

অন্যদিকে, গত সপ্তাহে হামাসের এক শীর্ষ নেতা বিবিসিকে জানান, গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে ইসরায়েলের সঙ্গে আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে।

ইসরায়েল জানিয়েছে, হামাস সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত এই সংঘাত চলতে থাকবে। তবে হামাস দীর্ঘদিন ধরে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

বর্তমানে গাজায় প্রায় ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স