আজ থেকে বাংলাদেশ শুরু করছে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে পর্ব। কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। টেস্ট সিরিজে পরাজয়ের যন্ত্রণাকে ভুলে এবার বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামছে, আর শ্রীলঙ্কা নিজের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে।
এই সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ, যিনি ওয়ানডে দলে তার আনুষ্ঠানিক অধিনায়ক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। নতুন অধিনায়ক এবং কিছু তরুণ ক্রিকেটার নিয়ে বাংলাদেশ দলে চলছে নতুন রদবদল। ওপেনিংয়ে তানজিদ হাসানকে গুরুত্ব দিয়ে ভালো শুরু চাইছে টিম ম্যানেজমেন্ট, আর মিডল অর্ডারে জাকের আলী ও অনিকের জায়গা নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। বোলিং আক্রমণে নজর থাকবে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের দক্ষতায়।
অন্যদিকে, শ্রীলঙ্কা দল পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে। পাথুম নিশানকা, কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা’র মতো অভিজ্ঞ ও ফর্মে থাকা ক্রিকেটারদের ওপর তাদের অনেকটাই নির্ভরতা। অভিজ্ঞতা, কন্ডিশন এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শ্রীলঙ্কাই আজকের ম্যাচের ফেভারিট।
রানা প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য উপযোগী হলেও পরবর্তীতে স্পিনারদের জন্য সুবিধাজনক হয়। বৃষ্টির সম্ভাবনার কারণে টসের গুরুত্ব অনেক বেশি। বিশ্লেষকরা মনে করছেন, যে দল আগে ব্যাটিং করবে, তাদের জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে।
বাংলাদেশের জন্য এই সিরিজ শুধু জয় বা হার নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। তরুণ ক্রিকেটারদের আত্মপ্রকাশ, নতুন অধিনায়কের অভিজ্ঞতা ও আগের ব্যর্থতাকে ভুলে এগিয়ে যাওয়ার মানসিকতা—সব মিলিয়ে আজকের ম্যাচ হতে পারে বাংলাদেশের ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ মোড়। কলম্বো টেস্টের পর পূর্ণ শক্তিতে অনুশীলন করা টাইগাররা মাঠে তাদের বাস্তবতা প্রমাণ করার সুযোগ পাবে আজ।