ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, একই পরিবারের ৪ জনসহ নিহত ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে একটি বিমান উড্ডয়নের মাত্র সাত মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়ে একই পরিবারের চার সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ৩০ জুন স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার আগে ইয়াংসটাউন ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে সেসনা-৪৪১ মডেলের ওই বিমানটি উড্ডয়ন করে। কিন্তু মাত্র সাত মিনিট পর বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল দূরে গিয়ে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়।

বিমানটি মন্টানার বোজম্যানের উদ্দেশ্যে যাচ্ছিল। ধনাঢ্য শিল্পপতি জেমস জিম ওয়েলার ও তার পরিবারের সদস্যরা সেখানে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানে দুজন অভিজ্ঞ পাইলট এবং চারজন যাত্রী ছিলেন, যাদের কেউই জীবিত নেই। প্রশাসনের মতে, এটি সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।

দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) যৌথভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স