ঢাকা | বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের দুই অঞ্চল থেকে এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশ ইয়েমেন এবং নির্যাতিত ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইয়েমেনভিত্তিক আল-মাসিরাহ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (১ জুলাই) ইয়েমেন থেকে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পর ওই অধিকৃত অঞ্চলের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত (সাইরেন) বাজতে শুরু করে।

ইসরায়েলের সেনাবাহিনী ইতোমধ্যে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা থেকে ছোড়া রকেটের পর ইসরায়েলের গাজার আশপাশের বসতিগুলোতে সাইরেন বাজে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, গাজা থেকে ইসরায়েল ঘেঁষা বসতিগুলোর দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে।

রকেট প্রতিরক্ষায় ইসরায়েলের ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স