জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (১ জুলাই) রাতে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ পথসভায় রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আখতার হোসেনকে ঘোষণা করেন।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, আখতার হোসেনের নেতৃত্বে কাউনিয়া ও পীরগাছা অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির ধারায় নতুন গতি আসবে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার প্রকৃত ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।
পথসভায় আরও বক্তব্য দেন সারজিস আলমের সঞ্চালনায় সামান্থা শারমিন, তাসনিম জারা ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে, একই দিনে সকালে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে জুলাই পদযাত্রার সূচনা হয়। এরপর পদযাত্রাটি কাউনিয়া এসে অনুষ্ঠিত পথসভায় মিলিত হয়।