ঢাকা | বঙ্গাব্দ

‌‘প্রতিবেশীর বাড়ি’ দখলে নিতে গিয়ে ধরা পড়লেন যুবলীগ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

গাজীপুর মহানগরীর টঙ্গীতে প্রতিবেশীর বাড়ি দখলের চেষ্টাকালে মহানগর যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রুবেলের বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওইদিন দুপুরে প্রতিবেশীর জমি ও বাড়ি দখল করতে রুবেল তার সমর্থকদের নিয়ে সেখানে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে এলাকাবাসী রুবেলকে একটি কক্ষে আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলসহ অন্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রুবেল জমি দখলের চেষ্টা করার কথা স্বীকার করেছেন। সংঘর্ষে দুই পক্ষের অন্তত তিনজন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বিকেল ৫টার দিকে তাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স