জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনের বিরতির পর আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে।
আজকের বৈঠকে নতুন কোনো এজেন্ডা রাখা হয়নি। আগের আলোচনায় যেসব বিষয় নিয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়েই ফের আলোচনা হবে। ধারাবাহিক এ আলোচনা থেকে দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় কমিশন।
এ বিষয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আগেই জানিয়েছেন, জুলাই মাসের মধ্যেই কমিশন একটি চূড়ান্ত সনদ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে এটি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।