ইসরায়েলের রাজধানী জেরুজালেমে আবারও মিসাইল হামলার আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের আকাশে সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
এ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে হুতিরা। তবে, এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলও বেশ কয়েকবার ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে।
এদিকে, হুতিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ইয়েমেনের পরিণতি হবে ইরানের মতোই। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে, সেই হাত কেটে ফেলা হবে।
কাটজ আরও বলেন, গত মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল যে ১২ দিনের হামলা চালিয়েছে, সেটিই প্রমাণ করে ইসরায়েল আত্মরক্ষায় কোনো ছাড় দেয় না। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে, ইয়েমেনের বিরুদ্ধে সমুদ্র ও আকাশপথ অবরোধসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।