ঢাকা | বঙ্গাব্দ

যশোর-বেনাপোল মহাসড়কে ভেঙে পড়লো শতবর্ষী গাছ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

যশোর-বেনাপোল মহাসড়কের নবিননগর এলাকায় শতবর্ষী একটি গাছ ভেঙে সড়কের পাশে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১১টার দিকে হালকা বৃষ্টির সময় এই ঘটনা ঘটে, যার ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে এবং সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গাছটি সড়কের ওপর পড়ে যাওয়ায় স্থানীয়রা দা-কুড়াল নিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এদিকে, যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অনেক শতবর্ষী মরা গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এসব গাছ কিংবা তার ডালপালা ভেঙে পথচারী ও যানবাহনের ওপর পড়ার ঘটনা প্রায়শই ঘটছে। চলতি বছরের ২৯ এপ্রিল ঝুঁকিপূর্ণ এসব গাছ অপসারণের জন্য চিঠি দেওয়া হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

উল্লেখ্য, যশোর-বেনাপোল মহাসড়ক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। এর পাশে দাঁড়িয়ে থাকা শতবর্ষী গাছগুলোর একটি বড় অংশ মৃত কিংবা অর্ধমৃত অবস্থায় রয়েছে, যা যে কোনো সময় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স