ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুদ্ধবিরতির আলোচনা চলার মাঝেই গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০৯ জন ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে অন্তত ১৬ জন দক্ষিণ গাজার একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর অতর্কিত গুলিবর্ষণে প্রাণ হারান। শুধু গত মে মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে অন্তত ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, গাজা সিটিতে আবারও তীব্র হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কোয়াডকপ্টার ড্রোনের মাধ্যমে চালানো হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও আল-মাওয়াসি এলাকায় আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েল অন্তত ১৪০ বার হামলা চালিয়েছে। এ নিয়ে চলমান আগ্রাসনে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স