ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়া হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন।

এর আগে, গত ১৯ জুন মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। ওইদিনই গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে নিহতদের মরদেহ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে।

এ ঘটনার পর ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। প্রসিকিউশনের দাবি, তদন্তে ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স