ঢাকা | বঙ্গাব্দ

এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে: নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

জুলাই পদযাত্রা দেশের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়েই দেশের মানুষের মুক্তির সনদ রচিত হবে।

মঙ্গলবার (২ জুলাই) জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করেছে বড় বড় রাজনৈতিক দলের নেতারা। আমরা আর সে প্রতারণার শিকার হতে চাই না।

এদিকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এসি রুমে বসে নয়, রাজনীতি হবে খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য, মাঠে-ময়দানে। তাই আমরা রাজপথে নেমেছি।

পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামে পৌঁছে জেলার রাজারহাট এলাকায় পথসভা করবে এনসিপি। এরপর ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু করবেন নেতাকর্মীরা। পদযাত্রা শেষে কুড়িগ্রামের ঘোষপাড়া সিংহ এলাকায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে।

এরপর বিকেলে এনসিপির নেতাকর্মীরা লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স